
গত বছর জুলাই মাসে আমার একটা স্বপ্নের কথা বলেছিলাম, যাকে ইতিপূর্বে বাস্তব করতে গিয়ে শেষে বাতিল করতে বাধ্য হই, আমার সেই স্বপনের "স্বরচিত.ইন" সাইটটিকে নতুন আঙ্গিকে নতুন নামে মুক্তোগাথা (https://muktogatha.co.in) নামে লঞ্চ করিয়েছি গত ১৬ই মে। এখনও তার অনেক কাজ বাকি, বন্ধু banglamaxকে সঙ্গে নিয়ে এই গরমের মধ্যে প্রাণপন চেষ্টা করে যাচ্ছি একটা স্থায়ী রূপ দিতে। মুগ্ধবাংলার কোডিংএর সাহায্য নিয়ে একটু একটু করে সাইটটিকে কার্যকরী রূপ দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। আগের থেকে অনেক বেশী ইউজারফ্রেন্ডলি করে গড়ে তুলছি এই সাইটটিকে।
যেমনটা স্বরচিত.ইন এ ছিল, ইমেল আইডি দিয়ে রেজিস্টার করা, সেটা এই সাইটে নেই, সরাসরি গুগল অ্যাকাউন্ট লগিনের মাধ্যমে অত্যন্ত দ্রুত রেজিস্টার করা যাবে এখানে। যেহেতু ইউজার নেম বা পাসওয়ার্ডের বালাই নেই, তাই Terms and Condition এ উল্লেখ করতে বাধ্য হয়েছি যে, ব্যবহারকারীর নিজস্ব নাম রয়েছে এমন অ্যাকাউন্ট দিয়ে রেজিস্টার/লগিন করতে হবে। যদি কোনো ইউজার রেজিস্টার করার সময় তার প্রোফাইলে "রাতের তারা","নীল পথিক"ইত্যাদি আজগুবি নাম দিয়ে রেজিস্টার করেন, তাহলে তিনি সাইটের গল্প/কবিতা ইত্যাদি পড়তে পারবেন, কিন্তু কোনো কিছু পোস্ট করতে পারবেন না, এইটুকু সীমার মধ্যে তাকে থাকতে হবে। মন্তব্য সেকশন এখনো এড করতে পারিনি। পরে আস্তে আস্তে সেগুলিও চলে আসবে।
এখনও অবধি ইউজার প্যানেল করা হয়নি। বিশেষ কোনো নতুন কন্টেন্ট এড করাও হয়নি, এর আগে স্বরচিত.ইন এ যে যে কন্টেন্ট দেওয়া হয়েছিল, সেগুলিই এক এক করে যোগ করছি।
স্বরচিত.ইন সাইটটিকে মোট চার বছর অনলাইনে রেখেছিলাম। কিন্তু প্রচারের অভাবে নিঃসঙ্গ হয়ে শেষ হয়ে গেছে। মুক্তোগাথা সাইটটিকে আপাতত দশবছর অনলাইনে রাখার পরিকল্পনা নিয়েছি। সেইমত ১০ বছরের জন্য ডোমেইন কিনে ফেলেছি। আশা করি, আপনাদের সহযোগিতা পেলে সাইটটিকে মুগ্ধবাংলার মতই জনপ্রিয় করে তুলতে পারব।
"Feature Unavailable
Facebook Login is currently unavailable for this app, since we are updating additional details for this app. Please try again later."
এমনটা দেখাচ্ছে!